বেতন বৃদ্ধির দাবিতে টানেলের শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছে কর্মচারীরা।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানেলের আনোয়ারা প্রান্তের টোলপ্লাজা এলাকায় এ বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

শ্রমিক-কর্মচারীরা জানান, টানেলে ৬টি সেকশনে কয়েকশত লোক কর্মরত আছেন। নিয়মানুযায়ী বছর শেষে তাদের বেতন বৃদ্ধিতে বৈষম্যের সৃষ্টি হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। কারো বেতনের ৫ শতাংশ আবার কারও ১০ শতাংশ বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। এই বৈষম্য দূর করতে বিক্ষোভ করেন শ্রমিক-কর্মচারীরা।

তারা আরও জানান, টানেলের পতেঙ্গা প্রান্তে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) অফিসে কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শ্রমিক-কর্মচারীরা তাদের দাবি পেশ করেন। তবে বিক্ষোভ চলাকালে টানেলে গাড়ি চলাচলে কোনো বাঁধা সৃষ্টি হয়নি।

টানেলের ওয়ার্কসপ সেকশনের ম্যানেজার মঈনুল ইসলাম জানান, বেতন নিয়ে অসন্তোষের কারণে তারা বিক্ষোভ করেছে। পরে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (সিসিসিসি) কর্মকর্তাদের সঙ্গে শ্রমিক-কর্মচারীরা দেখা করে তাদের দাবি জানিয়েছে। টানেলে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।