নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার দেয়ালে ট্রাকের ধাক্কা ১৪ শিক্ষার্থী আহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটে চলন্ত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাড়িভাঙ্গা তা'লিমুল ইনসান হাফেজিয়া কওমী মাদরাসার রুমের দেয়ালে আঘাত করলে দেয়াল ধ্বসে রুমে থাকা ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মাদরাসার শিক্ষক ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারেরর সামনে হাড়ীভাঙ্গা এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে অবস্থিত হাফিজিয়া কওমী মাদরাসার রুমে ধাক্কা দেয়। চালক ঘুমিয়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার ফলে মাদরাসার একটি রুমের দেয়ালের একটি অংশ ভেঙে যায়। ওই রুমে ঘুমিয়ে থাকা ১৪ শিক্ষার্থী আহত হয়।

পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

বিজ্ঞাপন

মাদরাসা কর্তৃপক্ষ বলেন, আহতদের মধ্যে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সকল শিক্ষার্থীদের সবার বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে।

লালমনিরহাট সদর থানার (ওসি) আব্দুল কাদের বলেন, ট্রাকের ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মাদরাসার একটি কক্ষে ঢুকে পড়ে। এতে আহত হয় ১৪ জন শিক্ষাথী। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছে।