যুবদল নেতা জসিমের প্রতিবাদ: খায়ের মোল্লার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- বার্তা২৪.কম

ছবি- বার্তা২৪.কম

কুয়াকাটার হোটেল ব্যবসায়ী এম এ খায়ের মোল্লার অভিযোগে যুবদল নেতা মো. জসিম সিকদার সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি এ প্রতিবাদ জনান।

বিজ্ঞাপন

এর আগে খায়ের মোল্লা অভিযোগ করেন যে, অপহরণের পর তিনি দুর্বৃত্তদের কবল থেকে বেঁচে ফিরলেও প্রতিনিয়ত হত্যার হুমকিতে রয়েছেন। এ প্রসঙ্গে জসিম সিকদার বলেন, ‘আমি ঢাকায় লেখাপড়া করেছি এবং ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলাম। বর্তমানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। রাজনৈতিক কারণে খায়ের মোল্লা ও আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছি।

জসিম সিকদার কুয়াকাটার লতা চাপলী মৌজায় ৭৪ লাখ ৪০ হাজার টাকায় জমি কিনে সেখানে হোটেল ব্যবসা শুরু করেন বলে দাবি করেন। এই জমির দাগ নং এসএ ১২৬২/১। তিনি অভিযোগ করেন যে, খায়ের মোল্লার রাজনৈতিক প্রভাবের কারণে প্রশাসনের সহায়তায় ২০১৭ সালে তাকে অপহরণ করা হয়। তিনি বলেন, ‘আমি আইনের আশ্রয় নিয়ে খায়ের মোল্লার বিরুদ্ধে দেওয়ানি মামলা নং ১৬২/২৪ ইং (১৮-৭-২৪) দায়ের করেছি, এবং আদালত ১৯-০৯-২৪ তারিখে সাক্ষী গ্রহণের পর এম এ খায়ের মোল্লার জোরপূর্বক নেওয়া ৭৯৪/২০১৭ নং দলিল বাতিল করেছে।’

বিজ্ঞাপন

এম এ খায়ের মোল্লার অভিযোগের বিষয়ে জসিম বলেন, ‘ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে তার সংবাদ সম্মেলন সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি আজ এই প্রতিবাদ জানাচ্ছি।’