সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন থেকে স্পিডবোট নিয়ে টেকনাফের শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় স্মৃতি নুর আলাইশা (৮) নামের সেন্টমার্টিনের ১ শিশু নিখোঁজ রয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে চালকসহ বাকি ৭ যাত্রীকে।

সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাগর উত্তাল থাকায় নাফ নদীর গোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, সকাল এগারোটার দিকে ৮ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীরদ্বীপে আসার পথে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। পরে বাকি ৭ যাত্রীকে উদ্ধার করা গেলেও একজন শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করার জন্য কোস্টগার্ড সহ স্থানীয় লোকজন উদ্ধার কাজ পরিচালনা করছে।