দেশত্যাগের সময় বিমানবন্দরে ফটিকছড়ির সাবেক মেয়র আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ফটিকছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র/ছবি: সংগৃহীত

ফটিকছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র/ছবি: সংগৃহীত

দেশত্যাগের চেষ্টাকালে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার সদ্য সাবেক মেয়র ইসমাইল হোসেনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যার দিকে দেশ ছাড়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে থাকা এপিবিএন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত বার্তা২৪.কমকে করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ। তিনি বলেন, সন্ধ্যার দিকে ফটিকছড়ির সাবেক মেয়র ইসমাইল দেশত্যাগের চেষ্টাকালে ইমিগ্রেশনের দায়িত্বে থাকা পুলিশ তাঁকে আটক করেন। পরে রাত ১০টার দিকে তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা আছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১২ সালে ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র হিসেবে জয় লাভ করেন। ইসমাইল হোসেন গত নির্বাচনে মেয়র পদে টানা জয় পেয়ে হ্যাট্রিক করেছেন।