চাঁদপুরে ২৬ জেলে আটক, ১৭ জনকে কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদপুরে ২৬ জেলে আটক/ছবি: সংগৃহীত

চাঁদপুরে ২৬ জেলে আটক/ছবি: সংগৃহীত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৬ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও নৌ পুলিশ। এসময় ৫০ কেজি ইলিশ, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, বুধবার (১৬ অক্টোবর) রাত থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৬ জেলেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জেলেকে ১ মাস করে কারাদণ্ড দেয়া হয় এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় বাকি ৯ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তিনি জানান, জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।