মিরসরাইয়ে ৬০ কেজি জাটকা ইলিশসহ আটক ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

জাটকা ইলিশসহ আটক/ছবি: সংগৃহীত

জাটকা ইলিশসহ আটক/ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা ইলিশ মাছ ও ২ জন মাছ বিক্রেতাকে আটক করা হয়েছে। এসময় দুজনকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৮ টা হতে ১১ টা পর্যন্ত উপজেলার করেরহাট, বড়তাকিয়া, মিঠাছরা ও আবু তোরাব বাজারে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এই মাছ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, অভিযানে মিঠাছরা বাজার হতে ৬০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছসহ ২ মাছ বিক্রেতাকে আটক করা হয়। পরে দুজনকে সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়।

তিনি আরও জানান, ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে মিঠাছড়া বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এব্যাপারে সতর্ক করা হয়।