এখন কাউকে চাঁদা দিতে হয় না তাদের

  • মনিরুজ্জামান মুন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

এখন কাউকে চাঁদা দিতে হয়না তাদের/ছবি: বার্তা২৪.কম

এখন কাউকে চাঁদা দিতে হয়না তাদের/ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের নিয়ন্ত্রণ করতো অটোশ্রমিক লীগ নামে একটি সিন্ডিকেট। দইখাওয়া মোড় কিংবা মেডিকেল মোড় এলাকায় ইজিবাইক দাড় করিয়ে যাত্রী ওঠালেই ওই সিন্ডিকেটকে ১০ টাকা করে চাঁদা দিতে হতো চালকদের। আর এভাবেই বছর পর বছর অবৈধ ভাবে ইজিবাইক চালকের ঘাম ঝড়ানো টাকা হাতিয়ে নিতো সিন্ডিকেটটি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন আর কাউকে চাঁদা দিতে হয় না বলে জানিয়েছেন ইজিবাইক চালকরা৷

ইজিবাইক চালকদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে অটোশ্রমিক লীগ নামে একটি সংগঠন খুলেন একটি সিন্ডিকেট। প্রতিটি ইজিবাইক চালকদের কাছে থেকে দৈনিক ১০ টাকা করে চাঁদা নিতেন ওই সিন্ডিকেটের সদস্যরা। তবে সিন্ডিকেটের নেতারা অটোচালকের বিপদ ও দুর্ঘটনায় পাশে দাড়ানোর আশ্বাস দিয়ে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিতেন। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাদের করা হতো শারীরিক নির্যাতন। কথিত ওই সংগঠনে কেউ সদস্য না হলে দইখাওয়া মোড় কিংবা মেডিকেল মোড়ে এলাকা থেকে তার ইজিবাইকে যাত্রী উঠাতে পারতেন না। পাশাপাশি দলীয় প্রভাব খাটিয়ে ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হতো৷

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই প্রশাসনের চোখে বৃদ্ধা-আঙ্গুল দেখিয়ে চাঁদা তুলছিলো সিন্ডিকেটটি। চাঁদা নিতে চালকদের দেওয়া হতো না কোনো প্রকার রশিদ। শুধুমাত্র দলীয় প্রভাব দেখিয়ে চালকদের কাছ থেকে দৈনিক চাঁদা নেওয়া হতো৷ সেই দাপটের কাছে যেন হার মেনে এসব দেখেও না দেখার ভান করত প্রশাসন।

তবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থানের পর সেই সিন্ডিকেটের আর দেখা মেলেনি৷

জানা গেছে, অটোশ্রমিক লীগ নামে ওই কথিত সংগঠন মুলত নিয়ন্ত্রণ করত স্থানীয় আওয়ামী লীগের নেতারা। চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা হতো তাদের হাতেই। কিন্তু দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর আত্মগোপনে যান ওই নেতারা। যার ফলে দেখা পাওয়া যাচ্ছে না ওই সিন্ডিকেটের। তাই এখন আর কাউকে চাঁদা দিতে হয় না তাদের। এতে খুশি ইজিবাইক চালকরা৷

ইজিবাইক চালক সামসুল জানান, বহু বছর ধরে আমাদের কষ্টের টাকা তারা হাতিয়ে নিয়েছে। টাকা দিতে অস্বীকার করলে গাড়ির যন্ত্রাংশে ভাঙচুর চালিয়েছে৷ ছাত্রদের আন্দোলনের পর এখন আর কেউ চাঁদা নিতে আসে না।


টংভাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইজিবাইক চালক মজু বার্তা২৪.কমকে বলেন, আগে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা দিতে হতো৷ চাঁদা দিতে অস্বীকার করেছিলাম সেজন্য আমার সাথে ঝামেলাও হয়েছিল। এখন ভাড়ায় যা উর্পাজন করি সব আমার। কাউকে কোনো চাঁদা দিতে হয় না।

হাতীবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাফায়াতুল করিম সাম্য বার্তা২৪.কমকে বলেন, শহীদ আবু সাইদ,মীর মুগ্ধদের রক্তের মূল্য দিতে আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে যে শপথ নিয়েছি যেখানে থাকবে না কোনো বৈষম্য, কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো জুলুম। তারই অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। ইজিবাইক চালকরা যেনো কোনো ধরনের হেনস্তার শিকার না হয় সেই সাথে সাধারণ যাত্রীরাও যেনো কোনো ধরনের হয়রানির শিকার না হয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখবো।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বার্তা২৪.কমকে জানান, আমি থানায় যোগদানের পর থেকে সকল প্রকার চাঁদাবাজির বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এরপরও যদি কেউ চাঁদাবাজির করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।