হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতিবিনিময়

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতিবিনিময়

হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতিবিনিময়

বৈষম্যহীন কল্যাণকর নাগরিক জীবন গঠনের লক্ষ্যে লক্ষ্মীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১৯ অক্টোবর) রাতে ইসলামী আন্দোলনের ব্যানারে জেলা শহরের একটি চাইনিজ রেঁস্তোরায় এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি অনারারি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিম সভায় সভপতিত্ব করেন।

জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা শাখার সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সেক্রেটারী মো. মহিউদ্দিন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য জওহর লাল ভৌমিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।

সভাপতির বক্তব্যে অনারারী ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামির কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চায়।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা বলেন, ৭ দফা দাবি নিয়ে আমরা বিগত সরকারের আমলে আন্দোলন করেছি। এখন তা ৮ দফা দাবি। আমরা ঢাকায় দাবিগুলো বাস্তবায়নে অনশন করেছিলাম। তখন চিটিংবাজী করে আমাদের অনশন ভাঙানো হয়েছে। আমাদের দাবি পূরণ হয়নি।