বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটির রূপরেখা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

বিজ্ঞাপন

নতুন বাংলাদেশ বিনির্মাণে রূপরেখা প্রদান ও সারাদেশের বিপ্লবী শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে অর্গানোগ্রাম ঘোষণার উদ্দেশ্যে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

কমিটির সদস্য সচিব হয়েছেন আরিফ সোহেল, মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন ওমামা ফাতেমা।

বিজ্ঞাপন

সারজিস বলেন, অভ্যুত্থানের পরে সারা দেশে আমাদের কাঠামো দাঁড় করাতে পরিনি। তাই জেলা উপজেলায় আমাদের একটা স্টেকচার দরকার। এরইমধ্যে আমরা অনেক ভুয়া সমন্বয়ক দেখেছি। কোনো কাঠামো না থাকায় তাদের আইনের আওতায় আনতে বা শাস্তির আওতায় আনা যায়নি। তাই আমাদের এ কমিটি গঠন করা, যাতে কেউ কোনো দোষ করলে তাকে বহিষ্কার বা শাস্তির আওতায় আনা যায়। অতি দ্রুতই এ কমিটিকে পূর্ণাঙ্গ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। এ জন্য আরো সুসংগঠিত হতে হবে। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে।