ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় প্রস্তুত ভোলার ৭৮৯ আশ্রয়কেন্দ্র

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে ভোলা জেলা প্রশাসন। জেলার ৭৮৯টি আশ্রয়কেন্দ্র ও ১৭টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই এর প্রভাবে জেলাজুড়ে শুরু হয়েছে বৃষ্টি।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সভায় জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ভোলায় ঘূর্ণিঝড় মোকাবিলায় পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ৯৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে সিপিপি ও রেডক্রিসেন্টসহ অন্তত ১৫ হাজার স্বেচ্ছাসেবককে।

তিনি আরও বলেন, সাড়ে ৩শ’ শুকনো খাবার, শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্য এবং সাড়ে ৫শ’ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে ২৫ অক্টোবর দুপুরের মধ্যে ভারতের উড়িষ্যায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।