সাভারে বিটিআরসির অভিযানে আটক ১

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাভারে বিটিআরসির অভিযানে আটক ১

সাভারে বিটিআরসির অভিযানে আটক ১

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি পরিদর্শকদল র‌্যাবের সহায়তায় বুধবার (২৪ অক্টোবর) ঢাকার সাভার পৌরসভা এলাকায় অবৈধ ভিওআইপি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী রাজধানীর সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় নয়টি ২৫৬ পোর্টের অবৈধ সিমবক্স, একটি সিপিউ, একটি মনিটর, ৯টি টিপি লিংক রাউটার তিনটি মাইক্রোটিক রাউটার, চারটি স্মার্ট সুইচ, একটি টিপি-লিংক ডেস্কটপ সুইচ, একটি মডেম, একটি মাউস, চারটি মোবাইল ফোন ও বিভিন্ন মোবাইল অপারেটরের ৪৪০টি সিম জব্দ করা হয়।