যে মামলায় গ্রেফতার হতে পারেন গোলাম ফারুক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক

পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক আটক হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাতে থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির একাধিক সূত্র জানিয়েছে, ডিএমপির কোতোয়ালি থানায় তার নামে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলাটির ২ নম্বর আসামি সাবেক এই ডিএমপি কমিশনার।

বিজ্ঞাপন

এ তথ্যের সূত্র ধরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে মামলার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২০ আগস্ট বাদীর আবেদনের প্রেক্ষিতে একটি সি আর মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে আমরা মামলাটি গ্রহণ করি। এতে সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ঢাকা জর্জ কোর্টের আইনজীবী হান্নান ভূঁইয়া।

এ মামলার বিষয়ে জানতে চাইলে বাদী হান্নান ভূঁইয়া বলেন, ২০২৩ সালে আমরা আদালত প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু শান্তিপূর্ণ আয়োজনে পুলিশ আমাদের ওপর হামলা করে বেদম পেটায়।

তিনি জানান, সে সময় নানা কারণে তিনি মামলা করতে পারেননি। এ ঘটনায় গত ২০ আগস্ট আদালতে তিনি মামলাটি দায়ের করেন।