চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল স্বাভাবিক
শ্রমিক বিরোধের জেরে বন্ধ থাকা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
রাজশাহী নগর পুলিশ কমিশনারের মধ্যস্থতায় বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়।
শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই জেলার শ্রমিক নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। যার ফলে গত রোববার সকাল থেকে দুই জেলার মধ্যে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৬০ কিলোমিটার দূরত্বের দুই জেলায় যাতায়াতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
উল্লেখ্য, গত শনিবার রাতে রাজশাহীর একটি বাসে যাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জের এক বাস শ্রমিক। তার কাছে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ওই বাসের শ্রমিককে মারধর করা হয়। এনিয়ে গত রোববার দুই জেলার শ্রমিক নেতারা বসেছিলেন। চাঁপাইনবাবগঞ্জ আশ্বাস দিয়েছিল, আর কাউকে মারধর করা হবে না। কিন্তু সোমবার সকালে রাজশাহীর দুটি বাস চাঁপাইনবাবগঞ্জে গেলে আবারও ছয়জন শ্রমিককে মারধর করা হয়।
এরপর থেকে রাজশাহী থেকে কোন বাস চাঁপাইনবাবগঞ্জ যেতে দিচ্ছিলেন না শ্রমিকরা। চাঁপাইনাবগঞ্জ থেকেও কোন বাস রাজশাহী আসছিল না। যাত্রীদের যাতায়াত করতে হচ্ছিল অটোরিকশায়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি জানান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান দুপুরে দুই জেলার শ্রমিক নেতাদের নিয়ে তার কার্যালয়ে বসেছিলেন। তিনি সবাইকে কোলাকুলি করিয়ে দিয়েছেন। এছাড়া আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরপর বিকেল ৪টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।