চট্টগ্রাম আইনজীবী সমিতির নেতৃত্বে বিএনপি-আ’লীগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাঁ সভাপতি এএসএম বদরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক আইয়ুব খান / ছবি: বার্তা২৪

বাঁ সভাপতি এএসএম বদরুল আনোয়ার ও সাধারণ সম্পাদক আইয়ুব খান / ছবি: বার্তা২৪

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে বিএনপিপন্থী আইনজীবী ঐক্যফ্রন্ট। নির্বাচনে দলটির প্রার্থী এএসএম বদরুল আনোয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী সম্মলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আইয়ুব খান।

রোববার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আনোয়ারুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে এসএম বদরুল আলম ১ হাজার ২৩৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী সম্মলিত আইনজীবী পরিষদেন সৈয়দ মোক্তার আহমেদ পেয়েছেন ৮০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে আইয়ুব খান ১ হাজার ৮৮ভোট পেয়ে জয়ী হন। তার নিকট প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী তৌহিদুল মুনীর চৌধুরী পান ৮৩৮ভোট।

বিজ্ঞাপন

এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি পদে মোহাম্মদ ইসহাক, সহসাধারণ সম্পাদক পদে মো.রাশেদ ফারুকী, অর্থসম্পাদক পদে রফিকুল ইসলাম, পাঠাগার সম্পাদক ভাস্কর রায়, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জেবুন নাহার লিনা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ হাসান মুরাদ জয়লাভ করেন।

এবারের নির্বাচনে আইনজীবীদের চারটি সংগঠনের ৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে আওয়মীপন্থী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদে লড়ছে ১৯টি পদে। সর্বমোট ৩ হাজার ৪২৬ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন।