জনস্বার্থ সাংবাদিকতায় অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাচ্ছেন রেযা খান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাচ্ছেন রেযা খান

অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পাচ্ছেন রেযা খান

জনস্বার্থ সাংবাদিকতায় অবদানের জন্যে চলতি বছরের মার্চে বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করেন সাংবাদিক রেযা খান। এবার একই ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের জন্যে মনোনীত হয়েছে তার নাম।

আগামী শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে হোটেল লেকশোরে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা প্রতিষ্ঠানের এই পুরস্কার বিশেষ সম্মানজনক বলে জানান গ্লোবাল ব্রান্ডের সভাপতি ও বাংলাদেশ আমেরিকান চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রাজু আলীম।

দুই দশকের সাংবাদিকতা জীবনে রেযা খান কাজ করেছেন কয়েকটি টেলিভিশন চ্যানেলে। এর পাশাপাশি অমর একুশে বই মেলার গল্প-কবিতা মিলিয়ে এ পর্যন্ত তার ১০ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি একজন সংগীত শিল্পী ও আবৃত্তিকার। অডিও প্রকাশনা প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশিত হয়েছে তার সলো মিউজিক ও কবিতার অডিও-ভিডিও অ্যালবাম। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল সম্পন্ন করেছেন তিনি।

বিজ্ঞাপন