কিশোরগঞ্জে ভোররাতে ভয়াবহ আগুনে ৫ দোকান ভস্মীভূত
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভয়াবহ আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরো কয়েকটি দোকান।
শুক্রবার (১ নভেম্বর) ভোররাত সাড়ে চারটার দিকে পৌর এলাকার মিষ্টি পট্টি চৌরাস্তায় এই ঘটনা ঘটে। আগুনে বৈশাখী হোটেল থেকে ফিরোজা মেডিকেল হল পর্যন্ত পাঁচটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়৷
কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তার তাৎক্ষণিক জানা যায়নি। খবর পেয়ে প্রথমে হোসেনপুর ফায়ার সার্ভিস ও পরে কিশোরগঞ্জের ফয়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈশাখী হোটেল ও ফিরোজা মেডিকেল হলের মালিকরা জানান, এই আগুনে তাদের সহ পাশের পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে৷ প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা।
কিশোরগঞ্জের ফয়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক জানান, তাৎক্ষণিক আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। ফয়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনাটি তদন্তের পর আগুনের প্রকৃত কারণ জানা যাবে।