রাষ্ট্রদ্রোহ মামলা করে পদ হারালেন বিএনপির সেই নেতা
চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বাদী হওয়া মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে চান্দগাঁও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ভুঁইয়ার সই করা এক বিবৃতিতে ফিরোজ খানকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, গত বুধবার রাতে চান্দগাঁওয়ের মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান চট্টগ্রামের কোতোয়ালি থানায় ওই রাষ্ট্রদ্রোহ মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার মাধ্যমে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন তিনি। মামলা হওয়ার পর সনাতন ধর্মের মানুষদের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তারা বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশও করেন।
এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া জানায় মহানগর বিএনপি।
ফিরোজ বিএনপি নেতা হলেও মামলা করার সময় জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেননি বলে জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, ফিরোজ ব্যক্তিগতভাবে মামলাটি করেছেন। মামলার বিষয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে কোনো আলাপ করেননি। এ বিষয়ে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
এর একদিনের মাথায় ফিরোজ খানকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানালো দলটি।