লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে আনার দাবি

  • ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তার পরিবারে চলছে শোকের মাতম। বাবা-মা হারা ভাইয়ের মরদেহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে নিহতের ভাই ও স্বজনরা।

শনিবার (২ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের একটি এলাকায় বিমান হামলা চালালে সেখানে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন নিজাম। এসময় আরো কয়েকজন আহত হয়েছেন। নিহত নিজাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। তারা তিন বোন ও দুই ভাই। তার বাবা মা দুজনেই বেঁচে নেই।

বিজ্ঞাপন

নিজাম উদ্দিনের হড় ভাই জালাল মিয়া বলেন, বাবা-মা হারা আমার ভাই ১২ বছর আগে জীবিকার তাগিদে লেবানন যায়। এর মধ্যে সে আর বাংলাদেশে আসেনি। শনিবার রাতে নিজামের রুমমেটের মাধ্যমে আমরা খবর পাই যে সে মারা গেছে। আমরা চাই আমার ভাইয়ের মরদেহটি বাংলাদেশে আনার জন্য।

খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান বলেন, জীবিকার তাগিদে ১২ বছর আগে মোহাম্মদ নিজাম লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হন বলে তার বড় ভাই আমাকে নিশ্চিত করেছেন। তার মরদেহ সেখানে হিমঘরে রাখা আছে। মরদেহ আনার জন্য আমরা প্রশাসনের সাথে কথা বলছি।

বিজ্ঞাপন

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, নিহতের পরিবারের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে প্রবাসী কল্যান মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। বিষয়টি নিয়ে কাজ হচ্ছে। নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে।