লেবাননে নিহত প্রবাসীর মরদেহ দেশে আনা সম্ভব নয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে নিহত প্রবাসীর মরদেহ দেশে আনা সম্ভব নয়

লেবাননে নিহত প্রবাসীর মরদেহ দেশে আনা সম্ভব নয়

লেবান‌নে বিমান হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে ফেরত আনা সম্ভব হবে না।

রোববার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে নিহত মোহাম্মদ নিজাম উদ্দিনের স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে লেবানন দূতাবাস কথা বলেছে, যোগাযোগ রাখছে। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাকে জানানো হয়েছে।

লেবাননের স্থানীয় সময় শ‌নিবার (২ নভেম্বর) রাতে বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস জানায়, বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ নিজাম উদ্দিন শ‌নিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মি‌নিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) বিমান হামলায় ঘটনাস্থলে মারা যান।

বিজ্ঞাপন

নিজাম উদ্দিনের পিতা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মাতা- আনোয়ারা বেগম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।