চাঁদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
চাঁদপুরের কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজারে কার্যালয় উদ্বোধনকালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় মিয়ার বাজারে চাঁদপুর -১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মোশাররফ হোসেনের সমর্থকরা বিএনপির কার্যালয় উদ্বোধন করতে সকল প্রস্তুতি নেয়। হঠাৎ আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হকের গ্রুপ এসে হামলা চালায়। পরে কচুয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কচুয়া উপজেলা বিএনপি নেতা মঞ্জুর আহমেদ সেলিম বলেন, কার্যালয় উদ্বোধনকালে মিলন গ্রুপ হামলা করে। এরআগেও জগৎপুর বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করতে দেয়নি তারা।
এদিকে মিলন গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, তাদের গ্রুপের মোস্তফা (৪০), আতিকুর রহমান (৫০) ও হেলাল (৪৫) আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
এ বিষয়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ এম এ হালিম বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনের অবস্থা গুরুতর। রোববার দুপুর পর্যন্ত কোন পক্ষ অভিযোগ নিয়ে থানায় আসেনি।