মেট্রোরেলের এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু শুরু

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

মেট্রোরেলের এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু শুরু

মেট্রোরেলের এমআরটি কার্ড ইস্যু ও রি-ইস্যু শুরু

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল ভ্রমণে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) কার্ড নতুন ইস্যু ও রি-ইস্যু শুরু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সেখানে বলা হয়, ‘আজ রোববার (৩ নভেম্বর) থেকে মেট্রোরেলের এমআরটি কার্ড রি-ইস্যু রেজিস্ট্রেশন ও রি-ইস্যু পরিষেবা পুনরায় চালু হয়েছে। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

এর আগে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমটিসিএল জানায়, এমআরটি পাসের নতুন রেজিস্ট্রেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, অনিবার্য পরিস্থিতির কারণে আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন এবং পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বিজ্ঞাপন

জানা যায়, তথ্য আপডেট ও ইন্টিগ্রেশন এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সাময়িকভাবে এমআরটি পাস রেজিস্ট্রেশন বন্ধ রয়েছে।