লামায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

লামায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন গ্রেফতার

লামায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জন গ্রেফতার

বান্দরবানে লামা উপজেলায় সরই ইউনিয়নের তংঙঝিরি ত্রিপুরা পাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের ১৭টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

বুধবার (২৫ ডিসেম্বর) অগ্নিকাণ্ডের পর বিকেলে গঙ্গাং মনি ত্রিপুরা নামে একজন ব্যক্তি লামা থানায় ৭জনের নামে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করে। পরে রাতেই পুলিশ লামার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার ৪ জনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা স্টিফেন ত্রিপুরা (৫০), মইশৈ ম্যা ত্রিপুরা (৪৮), টংগঝিরি পাড়ায় বাসিন্দা জোয়াতিং ত্রিপুরা (৫২) এবং টংগঝিরি পাড়ায় বাসিন্দা মো.ইব্রাহিম (৬৫)। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বান্দরবানের লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. এনামুল হক ভুঁইয়া বলেন, ঘটনার পর লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়ার গঙ্গাং মনি ত্রিপুরা মামলা দায়ের করার পর পুলিশ ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, লামার ঘটনায় এই পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

তিনি আরো জানান, ত্রিপুরা সম্প্রদায়ের কয়েক পরিবার নতুনভাবে বসতি করে ওই এলাকায় বসবাস শুরু করায় তাদের মধ্যে দ্বন্দ্বে এই ঘটনা হয়েছে বলে ধারণা করছি।

প্রসঙ্গত, বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে দুর্বৃত্তরা ত্রিপুরা পাড়ায় ঢুকে আগুনে দিয়ে পালিয়ে যায়। গির্জা না থাকায় ওই পাড়ার বাসিন্দারা বড়োদিন উপযাপন করতে পুরোনো পাড়ায় আত্মীয়-স্বজনদের বাড়িতে গিয়েছিলেন।