নীলফামারীতে এক অনলাইন জুয়াড়ি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে এক অনলাইন জুয়াড়ি আটক

নীলফামারীতে এক অনলাইন জুয়াড়ি আটক

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই ও ভিসা প্রতারণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক উপজেলার পানিয়ালপুকুর এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে নূর আলম (৫২)।

সোমবার ( ৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। এরআগে গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে অনলাইনে থাই জুয়া ও ভিসা প্রতারণার সাথে জড়িত ছিলেন। প্রবাসীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে টাকা হাতিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।

এবিষয়ে ওসি আরও বলেন, আটককৃত যুববকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন