বাজিতপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধনে হামলা, আহত ৪
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধনে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা৷ এসময় সংবাদ সংগ্রহে নিযুক্ত থাকা সাংবাদিকসহ ৪ জন আহত হয়েছেন।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাজিতপুর শাখার পক্ষ থেকে হুমাইপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে সম্প্রতি অহেতুক গায়েবী মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে একটি মানববন্ধনের আয়োজন করা হয় উপজেলার বাঁশমহল এলাকায়।
শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলার মুহূর্তে হঠাৎ অতর্কিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের হামলায় আহত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের বাজিতপুর উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ সেলিম হায়দারসহ কয়েকজন কর্মী।
স্থানীয়রা জানান, মানববন্ধনে হামলাকারী সন্ত্রাসীদের অনেকেই বিএনপির সমর্থক হিসাবে এলাকায় পরিচিত। কিছুদিন ধরে তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে নানান অপকর্মে চালিয়ে আসছে। মিথ্যা মামলা থেকে শুরু করে চাঁদাবাজিসহ নানান অপকর্মের সাথে তারা জড়িত৷
এর আগে শনিবার উপজেলার পিরোজপুর ইউনিয়নে বাজার কমিটি দখলের বিরোধিতা করায় ইউনিয়ন জামাতে ইসলামীর আমীর হাবিবুর রহমানকে পিটিয়ে আহত করা হয় বিএনপির স্থানীয় নেতার নেতৃত্বে।
হামলার ঘটনা মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে গুরুতর আহত হয় দুজন সাংবাদিক। তারা হলেন, সাংবাদিক আবুল হোসেন, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান ও দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সাব্বির আহমদ মানিকের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় মুঠোফোন, পকেটে থাকা টাকা, মানিব্যাগ ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারাশিদ বিন এনাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি শুনেছি৷ তদন্ত করে আইনি ব্যাবস্থা নেওয়া হবে৷
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ হোসেন জানান, ঘটনার বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।