গলাচিপায় ১৭টি কাছিম উদ্ধার, পাচারকারীকে কারাদণ্ড
পটুয়াখালীর গলাচিপায় বন বিভাগের অভিযান ও স্থানীয় পরিবেশবাদী সংগঠনের সহায়তায় ১৭টি কাছিম উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) সকালে গলাচিপা উপজেলার বন্যাতলী খেয়াঘাট এলাকা থেকে এ কাছিমগুলো উদ্ধার করা হয় এবং এক পাচারকারীকে আটক করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা বন বিভাগের বিএম মো. নাইম হোসেন খাঁন এবং পরিবেশবাদী সংগঠন Animal Lovers Of Patuakhali-ALP এর গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল। বন বিভাগের উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক এর তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।
উদ্ধারের পরপরই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছিম রেজার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত পাচারকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করে।
পরে উদ্ধারকৃত কাছিমগুলো বন বিভাগের সদস্য, সহকারী কমিশনার (ভূমি), পরিবেশবাদী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
পটুয়াখালী জেলা বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।