সাতক্ষীরায় থানায় লুট হওয়া পিস্তলসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গোলাবারুদ, ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার ও মঙ্গলবার (৫ নভেম্বর) সাতক্ষীরার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সদর থানা থেকে লুট করা একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি, ম্যাগাজিন ও নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, লেফটেন্যান্ট সাকিব (৩৭ বীর) নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় ৪ নভেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে শাহাজাহান আলীর ছেলে অস্ত্রব্যবসায়ী মুকুল হোসেনকে আটক করে।

তার স্বীকারোক্তিমতে মঙ্গলবার ভোররাতে গত ৫ আগস্ট সদর থানা থেকে লুট করা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য একই এলাকায় নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়।

গ্রেফতার করা দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।