গাজীপুরে সাফারি পার্কে নীল গাইয়ের পালে নতুন অতিথি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাইয়ের পালে নতুন শাবকের জন্ম হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে নীল গাইয়ের বেষ্টনীতে ওই শাবকটিকে পালে ঘুরতে দেখা গেছে।

এর আগে ১০ অক্টোবর দুপুরের দিকে শাবকটির জন্ম হয়। তবে নানা কারণে শাবক জন্মের বিষয়টি এতো দিন গণমাধ্যমকে জানানো হয়নি বলে জানান কর্তৃপক্ষ।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত ১০ অক্টোবর দুপুরের দিকে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবককে দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। নীলগাই শাবকসহ পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে। জন্ম নেওয়া শাবক ও মায়ের বিশেষ নজরদারি চলছে। পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি লাফালাফি করে সময় পার করছে সাবকটি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জন্ম নেওয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে। নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়াল ১০টি।