বয়লার আইন ২০২২ বাতিলের দাবিতে মানববন্ধন
বয়লার আইন ২০২২ বাতিলসহ পরিচারকদের সনদ পূর্বাবস্থায় বহালের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সকল বয়লার পরিচারক বৈষম্যবিরোধী আন্দোলন।
শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলম বলেন, আমি আশা করি অতি শিগগিরই সরকার কর্তৃপক্ষ দশ দিনের ভেতরে দাবি মেনে নেবেন। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে বয়লার পরিচারক বৃন্দ পাট ও বস্ত্র মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মুজাহিদুল ইসলাম বলেন, ২০২২ সালের বয়লার আইন নামের এই কালো আইনটি ফ্যাসিস্ট সরকার কোনো স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে, কোনো বিশেষজ্ঞদের সাথে আলোচনা না করে এবং পার্লামেন্টও কোনো আলোচনা না করে একতরফাভাবে একটা কালো আইন পাস করেছে। এই কালো আইনটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটি সংবিধানের পরিপন্থী। এই কালো আইনের ব্যাপারে বিভিন্ন সময় প্রতিবাদ করা হলেও ফ্যাসিস্ট সরকার কোন কর্ণপাত করেনি।
তিনি আরও বলেন, অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে এই কালো আইন বয়লার ২০২২ বাতিল করতে হবে। এছাড়াও সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বয়লার অধ্যাদেশ জারি করতে হবে।
মানববন্ধনে এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বয়লার পরিচারকরা উপস্থিত ছিলেন।