লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক আবু তাহের (৫০) নিহত হয়েছেন। এসময় সুমন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন।
আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল।
এর আগে, ভোর ৪ টার দিকে সদর উপজেলার জকসিন বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দির আজিজ উল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ভোররাতে অটোরিকশা নিয়ে জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন আবু তাহের। বাজারের কাছাকাছি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর আবু তাহেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য গুরুতর আহত সুমন হোসেনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।