৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় ০৬টি স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। যার ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম এবং যার মূল্য ১,৩৪,৮৬,১৮৬/- টাকা।
শনিবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরার কাকডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলারের গোয়ালচত্তর বাজার এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচার হবে। উক্ত সংবাদের পর কাকডাঙ্গা বিওপির এসআইপি এর সদস্য নায়েক মোঃ হরমুজ এর নেতৃত্বে একটি চৌকn আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে চোরাকারবারীকে স্বর্নসহ ০১টি ভ্যান ও ০১টি মোবাইলসহ আটক করে।
যার সর্বমোট মূল্য-১,৩৫,৮৬,১৮৬ (এক কোটি পঁয়ত্রিশ লক্ষ ছিয়াশি হাজার একশত ছিয়াশি) টাকা।
এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করার হয়েছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হবে। আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।