নাব্যতা সংকটে ফের আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ
নাব্যতা সংকটের কারণে ফের বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি চলাচল। এতে করে বিপাকে পড়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট এলাকায় নৌরুট পারাপারের অপেক্ষায় থাকা তিন শতাধিক যানবাহনের শ্রমিকেরা।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার মধ্যরাত থেকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এসময় তিনি আরও বলেন, নাব্যতা সংকট সমাধানে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে। তবে ধীরগতিতে ড্রেজিং চলমান থাকায় দ্রুতই নাব্যতা সংকটের সমাধান হচ্ছে না। নৌরুটে ছোট বড় মিলে মোট ৫টি ফেরি রয়েছে। যানবাহন বোঝাই করে চলমান অবস্থায় প্রায়ই ফেরিগুলো খুবই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। যে কোন সময়ে দুর্ঘটনার আশঙ্কা থাকায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, এর আগে ১ নভেম্বর রাত ১০টা থেকে মোট ৩৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। প্রতিদিন গড়ে প্রায় চারশো পণ্যবোঝাই যানবাহন এ নৌরুটে পারাপার হয়।