আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই নয়: উপদেষ্টা আসিফ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না জানিয়ে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে।

তিনি বলেন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হবে। সব কারখানায় থাকতে হবে ডে কেয়ার সেন্টার।

বিজ্ঞাপন

রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শ্রম উপদেষ্টা।

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয় উল্লেখ করে উপদেষ্টা আসিফ বলেন, শ্রমিকদের বকেয়া সরকার দিতে গেলে দেশের রাজস্ব খালি হয়ে যাবে। তিনি বলেন, শ্রমিকদের যারা বেতন দিচ্ছে না সেসব মালিককে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা আগের মতো শ্রমিক মেরে সমস্যা সমাধান নয়, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করছি। তবে তাৎক্ষণিক সমাধান একটি জটিল বিষয়।

আগের আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সভায় বাংলাদেশকে অপদস্থ হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবারের আইএলওর কাছে বাংলাদেশের অবস্থান ছিল ইতিবাচক এবং প্রশংসনীয়। আইএলওর করা মামলা তুলে নেওয়ার বিষয়ে কয়েকটি দেশ বাংলাদেশের পক্ষে সমর্থন দিয়েছে।