ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে তল্লাশি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে তল্লাশি

ঢাকার প্রবেশমুখে পুলিশের চেকপোস্টে তল্লাশি

রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখ সাভারের বাইপাইল ও আমিনবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে চলছে ব্যাপক তল্লাশি।

রোববার (১০ নভেম্বর) দুপুরে সাভারের বাইপাইল ত্রিমোড়ে দেখা যায়, দূরপাল্লার পরিবহন, গণপরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি করছে পুলিশ। এসময় যাত্রীদের গন্তব্য ও পরিচয় জিজ্ঞাসা করা হচ্ছে। চেকপোস্ট এলাকায় রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও।

বিজ্ঞাপন

গতকাল মধ্যরাত থেকে রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিন বাজার, বিরুলিয়া, আশুলিয়ার বাইপাইল এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। চেকপোস্ট এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসিয়ে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা যৌথভাবে তালাশি কার্যক্রম পরিচালনা করছেন।

চেকপোস্ট এলাকায় সেনাবাহিনীর সদস্যরা

পুলিশ জানায়, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতিকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো গ্রেফতার বা আটকের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার পরিদর্শক আব্দুল বারিক বলেন, ৫ আগস্ট থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে। এখনো অনেক অস্ত্র পাইনি। এই অস্ত্র দিয়ে ঢাকাসহ আশপাশ এলাকায় যাতে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে এবং অস্ত্র উদ্ধার করতেই নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি।