কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১৬

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১৬

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে শিশু ও নারীসহ অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মঞ্জিল, খাদিজা আক্তার, সিরাজ মিয়া, এরশাদ মিয়া, ফারুক মিয়া, আঙ্গুরা আক্তার, রবিন মিয়া, আতিকুল ইসলাম, আঁখি মনি। তারা সবাই কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার করিমগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী বাসটি বাজিতপুর-নিকলী সড়কের জ্ঞানপুর মোড় এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে পুকুরে পড়ে যায় বাসটি। ঘটনার খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন। এ দুর্ঘটনায় অত্যন্ত ১৬ যাত্রী আহত হয়েছেন।

মোহাম্মদ এনামুল হক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি দল দুর্ঘটনা কবলিত বাস্টির যাত্রীদের পুকুর থেকে উদ্ধার করেন। এ দুর্ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। তারা ব্রাহ্মণবাড়িয়ার একটি ব্রিক ফিল্ডে কাজ করেন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, পুকুর থেকে বাসটি উদ্ধারের জন্য পুলিশের রেকার ভ্যান কল করা হয়েছে। বাস উদ্ধার হলে ডুবুরিদের মাধ্যমে পুকুরে তল্লাশি করা হবে বলেও জানান তিনি।