রাজবাড়ীতে ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ১
এক নারীকে বোকা বানিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণসহ মেহেদী হাসান (২৪) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতার মেহেদী হাসান নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার চনপাড়া গ্রামের মৃত কবির হোসেন ছেলে। সে বর্তমানে ঢাকা জেলার ডেমরা থানার ৪নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতো।
সোমবার (১১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান। এর আগে রোববার (১০ নভেম্বর) গ্রেফতার মেহেদীকে আদালতে পাঠায় পুলিশ।
শনিবার (৯ নভেম্বর) রাজবাড়ী বড় বাজারের মা টাওয়ারের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শামেলা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সদর উপজেলার চর নারায়ণপুর গ্রামের মৃত হাসান সরদারের স্ত্রী শামেলা বেগম বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী বড় বাজারের মা টাওয়ারের সামনে আসলে মেহেদী হাসান শামেলা বেগমের কাছে এসে বলে সে ঢাকা থেকে এসেছে এবং ঢাকায় একটা কোম্পানীতে চাকরী করতো। কিন্তু সে কোম্পানী থেকে তাকে কোন বেতন না দেওয়ায় সে কোম্পানী থেকে ছেকারিন চুরি করে নিয়ে আসে। যার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
মেহেদী শামেলাকে লোভ দেখিয়ে ছেকারিন বিক্রি করে দেওয়ার জন্য বলে এবং বিক্রির টাকা ভাগাভাগি করে নিবে বলে জানায়। তখন সেই ছেকারিনের প্যাকেট শামেলা বেগমের ভেনেটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। পরে মেহেদী ও তার সাথে থাকা রুবেল হোসেন (৩৭) ও রাসেল (২৪) শামেলা বেগমকে ব্রেনওয়াশ করে তার কানে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের কানের দুল এবং গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্নের চেইন হাতিয়ে নেয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে মেহেদীকে আটক করে স্থানীয়রা। তখন রুবেল ও রাসেল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মেহেদীকে আটক করে। পরে ভেনেটি ব্যাগ খুলে দেখা যায় এর মধ্যে এক প্যাকেট বেকারির বিস্কুট।
পরবর্তীতে আসামি মেহেদী হাসানের মা জানতে পারে যে, পলাতক আসামিদের কারণে তার ছেলে থানায় আটক আছে। তখন মেহেদীর মা পলাতক ২ ও ৩নং আসামি সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে ৮ আনা ওজনের স্বনের কানের দুল এবং গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্নের চেন উদ্ধার করে।