ফুলকলিতে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ কেক-মিষ্টি
চট্টগ্রামের প্রসিদ্ধ মিষ্টি তৈরির প্রতিষ্ঠান ফুলকলির একটা শাখায় মেয়াদোত্তীর্ণ কেক, মিষ্টান্ন খাদ্যদ্রব্য বিক্রি করার প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শুধু তাই নয়, প্রতিষ্ঠানটিতে অননুমোদিত বিভিন্ন পানীয় বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং নিজেদের ইচ্ছে মতো বিভিন্ন পণ্যের মূল্য লিখে বিক্রয় করার অভিযোগও পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১২ নভেম্বর) অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা কার্যালয়ের চান্দগাঁওয়ের কামাল বাজার এলাকার কবির টাওয়ারে অবস্থিত ফুলকলি নামের এই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
একই অভিযানে কাপ্তাই রাস্তার মোড় এলাকার ফেনী বাণিজ্যালয়ে (আলুর আড়ত) মূল্যতালিকা না থাকায় ৩ হাজার এবং মেসার্স বিসমিল্লাহ স্টোরে (আলুর আড়ত) মূল্যতালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান। তারা বলেন, ‘অভিযানে ৩টি প্রতিষ্ঠানে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন অপরাধ না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।’