কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তের ঘর নির্মাণ করে দিচ্ছে আনসার বাহিনী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের বাসিন্দা ফয়েজ উদ্দীন। সাম্প্রতিক বন্যায়  লণ্ডভণ্ড হয়ে যায় তার ঘর।

গত ২৩ আগস্ট রাতে গোমতী নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় শত শত বাড়িঘর। এসব বাড়িঘরের মধ্যে ছিল ফয়েজের বসবাড়িটিও। বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নজরে আসলে রেঞ্জ কমান্ডার কুমিল্লাকে দ্রুত বাড়ি নির্মাণ করার নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী   রেঞ্জ কমান্ডার  আশীষ কুমার ভট্টাচার্য ভুক্তভোগী  ফয়েজ উদ্দীনের ঘর নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মো: রাশেদুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। শাহিন আক্তার, বুড়িচং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর কুমিল্লা ও ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

বিজ্ঞাপন