সাতক্ষীরায় প্রতিবন্ধী কার্ড দেওয়ার নামে প্রতারণা, যুবককে কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাইফুল ইসলাম/ছবি: সংগৃহীত

সাইফুল ইসলাম/ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড করে দেওয়ার নামে জালিয়াতি ও প্রতারণার দায়ে সাইফুল ইসলাম (৩০) নামের প্রতিবন্ধী যুবককে ২০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কারাদণ্ড প্রদান করেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।

বিজ্ঞাপন

সাইফুল ইসলাম (৩০) মথুরেশপুর ইউনিয়নের দুদলি গ্রামের সবরউদ্দিন মোড়লের ছেলে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস জানান, প্রতারণা শিকারের সাধারণ মানুষদের অভিযোগের প্রেক্ষিতে তাকে কারাদণ্ড প্রদান করা হয়। এই সাইফুল নিজেই একজন প্রতিবন্ধী, অথচ সাধারণ প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার নামে অর্থ আত্মসাতসহ নানা ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকাণ্ড অনেকদিন ধরে পরিচালনা করে আসছে। কালিগঞ্জ উপজেলাতেই সাইফুলের প্রতারণার শিকার হয়েছে অন্তত ২৫জন।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন অবগত হয়ে দোষী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।