মাসকলাই চাষে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকদের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

মাসকলাই মূলত ডাল জাতীয় শস্য। এটি সাধারণত চাঁপাইনবাবগঞ্জে বেশি চাষ হয়ে থাকে। মাসকলাইয়ে তেমন পরিচর্যারও দরকার হয় না। এক বিঘা জমিতে খরচ হয় মাত্র এক হাজার টাকা। খরচ কম লাভ বেশি হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা মাসকলাই চাষে ঝুঁকছেন। 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৭৫০ হেক্টর জমিতে।

বিজ্ঞাপন

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি তৈরি না করেও মাসকলাই চাষ করা যায়। চাষ করার পর থেকে পরিপক্ব হতে সময় লাগে দুই থেকে আড়াই মাস। এক বিঘা জমিতে মাসকলাই উৎপাদন হবে ৩-৪ মণ। প্রতি মণ মাসকলাই বাজারে বিক্রি হয় ২৫০০ হাজার থেকে ৩ হাজার হাজার টাকা। মাসকলাই চাষে সব মিলিয়ে বিঘা প্রতি ব্যয় হয় মাত্র এক হাজার টাকা।


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের যোগীবাড়ি গ্রামের সজীব বলেন, আমি চার বিঘা জমিতে মাসকলাই চাষ করছি। এতে তেমন কোনো খরচ নেই বললেই চলে। সব মিলিয়ে এক বিঘা জমিতে খরচ হবে এক হাজার টাকার মতো। জমিতে শুধু বীজ ছিটিয়ে দিলেই হয়, কোনো পরিচর্যা করা লাগে না।

বিজ্ঞাপন

আরেক কৃষক জানান, আমি প্রতি বছরই মাসকলাই চাষ করি। খরচ একেবারেই কম।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তানভীর আহমেদ সরকার বলেন, মাসকলাই খুবই লাভজনক শস্য। চরাঞ্চলে সবচেয়ে বেশি চাষাবাদ হয় এ ফসল। চাষিরা ভালো লাভবান হচ্ছেন। জমি চাষ না করেও পরিত্যক্ত জমিতে মাসকলাই চাষ করা যায়।