গাজীপুর শিল্পাঞ্চলে ফের উত্তেজনা, একাধিক স্থানে সড়ক অবরোধ
গাজীপুরের শিল্পাঞ্চলে ফের উত্তেজনা দেখা দিয়েছে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গাজীপুরে টঙ্গী থানাধীন গাজীপুরা এলাকা, সদরের বাঘের বাজার ও কোনাবাড়ী বিসিক এলাকায় শ্রমিকরা বকেয়া বেতন ও একাধিক দাবি আদায়ে বিক্ষোভ করছেন।
এসময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধের করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
টঙ্গীর আউচপাড়া নাইমুদ্দিন মোল্লা সড়কে অবস্থিত তারা টেক্সটাইল লিমিটেড কারখানার প্রায় দুই হাজার শ্রমিক গত অক্টোবর মাসের বকেয়া বেতন না পেয়ে কারখানার মালিকের কাছে একাধিকবার আবেদন করেন। এক পর্যায়ে তারা বুধবার সকালে কারখানায় গিয়ে কর্মবিরতি দেন। পরে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
এদিকে বকেয়া বেতন ও হাজিরা বোনাসের দাবিতে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় একটি পোশাক কারখানায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। এছাড়াও কোনাবাড়ী বিসিক শিল্প নগরী এলাকায় দুটি কারখানায় শ্রমিকরা কাজে যোগদান না করে কর্মবিরতি পালন করছেন বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার সারোয়ার আলম আন্দোলনের বিষয় নিশ্চিত করে বলেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছে। তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় তুষোকা গ্রুপ, ইসলাম গ্রুপের ৬টি কারখানায় বকেয়া বেতন ও কয়েকদফা দাবি নিয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনের জেরে ওই কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়। এসময় কারখানা কর্তৃপক্ষ প্রায় তিন শতাধিক শ্রমিক ছাটাই করেন। সব শেষ গত ৯ নভেম্বর সকাল গাজীপুর মহানগরীর মালেকের বাড়ী এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানায় শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে টানা তিন দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবরোধ করে বিক্ষোভ করেন।