‘প্রতিষ্ঠান ভালো না হলে, যতই প্রজেক্ট হোক বাস্তবায়ন হয় না’
দেশে ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, প্রতিষ্ঠান ভালো না হলে, যতই প্রজেক্ট করা হোক না কেন সেটার বাস্তবায়ন হয় না।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে পিকেএসএফ দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকখাতে আমরা একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি। যেটার ওপর দিয়ে নির্বাচিত সরকার হাঁটবে। মূলত ব্যাংকখাতে অন্তর্বর্তী সরকার শর্টটার্ম সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার লংটার্ম সংস্কার করবে।
সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, বিদেশি ও দ্বিপাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। আমাদের ক্যাপাসিটি আছে, সৃজনশীলতা আছে। আমরা এগিয়ে যাব।
পিকেএসএফকে বিশ্বমানের সংস্থা উল্লেখ করে তিনি বলেন, শুধু ঋণ দেওয়া না, প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে কাজ করেছে পিকেএসএফ। এর গ্রহণযোগ্যতা দাতা সংস্থাদের কাছে অনেক বেশি।
তিনি আরও বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব, সততার অভাব রয়েছে। প্রতিষ্ঠান ভালো না হলে, যতই প্রজেক্ট করা হোক না কেন সেটার বাস্তবায়ন হয় না।