অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কোনো অবস্থাতেইও একজন অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। যদি থাকে তাহলে আরেকটা ফ্যাসিস্টের জন্ম হয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আয়োজিত একটি প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আব্দুস সালাম বলেন, এখন থেকে এই অন্তর্বর্তী সরকারকে কোনো কাজ এবং গুরুত্বপূর্ণ যেকোনো সিদ্ধান্ত নিতে হলে আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে হবে। এ সরকার ফ্যাসিবাদের প্রেতাত্মাদের কাঁধের উপরে ভর করে যদি টিকে থাকতে চায় তাহলে তাদের ভুল হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এ সরকারকে আমরা সময় দিতে চাই। কিন্তু সেই সময়টা তো কাজে লাগাতে হবে। জনগণ কিছুদিন পর সময়ের হিসেব চাইতে শুরু করবে। যেভাবে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে ব্যবসা করেছে, কয়েকদিন পর আপনাদেরকেও যাতে মানুষ না বলে ৫ আগস্টের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়েও আপনি সেই কাজ করছেন। সেজন্য এখন থেকে আপনাদেরকে এসব ব্যাপারে সচেতন থাকতে হবে।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় গতকাল আহত শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে টেনে গণফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমাদের আহত ভাইয়েরা যারা মৃত্যুযন্ত্রণায় দিন অতিবাহিত করছে তাদের আবার আন্দোলন করতে হয়। তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে। এসব নাটক বাদ দেন। এসব নাটক বহু দেখেছি। এখনতো মনে হচ্ছে আপনারা একটা বোঝা।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।