গফরগাঁওয়ে ভুয়া ম্যাজিস্টেট আটক, ৬ মাসের সাজা
ময়মনসিংহের গফরগাঁও খাদ্য অধিদপ্তরের ম্যাজিস্টেট পরিচয়ে পলিথিন বিরোধী অভিযান চালানোর সময় তুষার মিয়া (৩৮) নামে এক ভুয়া ম্যাজিস্টেটকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় জনতা।
পরে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়। আটক তুষার মিয়া কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মধ্য বাজার রথপাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট আমির সালমান রনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই কারাদণ্ড দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তুষার মিয়া নিজেকে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাজিষ্টেট পরিচয়ে উপজেলার যশরা ইউনিয়নের শিবগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে পলিথিন বিরোধী অভিযান চালায়। কিন্তু সাথে কোন সহকারি বা গাড়ি না থাকায় লোকজনের সন্দেহ হয় এবং জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তুষার মিয়া জানান তার গাড়ি ও লোকজন পাশের ভালুকা উপজেলার শান্তিগঞ্জে আছে ও কিছুক্ষনের মধ্যে আসবে। এতে লোকজনের সন্দেহ আরো বেড়ে যায়। তারা তাকে আটক করে গফরগাঁও থানায় খবর দেন। পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যান। বিকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আমির সালমান রনি ঘটনাস্থলে এনে ব্যবসায়ীদের সাক্ষ্য মতে আটক তুষার মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ময়মনসিংহ আদালতে প্রেরণের নির্দেশ দেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, তুষার মিয়া ভূয়া ম্যাজিষ্টেট পরিচয়ে পলিথিন বিরোধী অভিযান চালানোয় বিধি অনুযায়ী ৬ মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করে ময়মনসিংহ আদালতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।