জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবিতে তালতলীতে সাইকেল র‌্যালি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

জলবায়ু তহবিলের ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে বরগুনার তালতলীতে বাই-সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে এ বাই-সাইকেল র‍্যালিটি তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালীপড়া, ছোটভাই জোড়া, তালুকদার পাড়া, বারোঘর বাজার হয়ে সওদাগর পাড়া সবজি পল্লীতে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও তালতলী সাইকেলিং ক্লাবের আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় অর্ধ-শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের শরীরে জলবায়ু ন্যায্যতার দাবি সম্বলিত টি শার্ট ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়।

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, পরিমল চন্দ্র সরকার র‍্যালির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব, মো. জসিম উদ্দীন, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর, সওদাগর পাড়া আদর্শ কৃষক সমিতির সভাপতি শাহাদাত হোসেন মাতুব্বর, পরিবেশকর্মী ও সাংবাদিক মোস্তাফিজ আকন, উন্নয়নকর্মী এম মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবে বিপর্যয় থেকে পৃথিবী কে রক্ষা করতে বর্জ্য ও কার্বন নির্গমন কমিয়ে আনা সহ জলবায়ু ইস্যু নিয়ে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী নীতিনির্ধারকদের প্রতি আহবান জানান। বরিশাল ৩০৭ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষিত বর্জ্য পায়রা নদীতে ফেলানোর কারণে নদীতে ইলিশ মাছ কমে যাচ্ছে। এছাড়াও নির্গত কালো ধোঁয়ায় সওদাগপাড়া সবজি পল্লী ও টেংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্যসহ এলাকার মানুষের কৃষি ও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাই অবিলম্বে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ বাংলাদেশের সকল কয়লাভিত্তক বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। একইসাথে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে আমরা যাতে টিকে থাকতে পারি সেই উদ্যেগ গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।