কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন: সাইফুল আলম খান মিলন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের চাষাড়া জামায়াতের মহানগরীর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় কালিরবাজার মশলা মার্কেট ও মাছ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সাইফুল আলম খান মিলন বলেন, যদি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে এরকম দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দায়িত্ব নিয়ে রাষ্ট্র পাশে থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের সকলকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে হবে, কারণ দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। দেশ ভালো না থাকলে কেউই ভালো থাকবে না।

এ সময় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মান্নান, জেলা আমীর আলহাজ্ব মাওলানা মমিনুল হক সরকার, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মাওলানা হাফিজুর রহমান, মহানগরী কর্মপরিষদের সদস্য জাকির হোসাইন, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন প্রমূখ।