গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংস্কার সম্ভব নয়: হিরণ
একটি গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের সমস্ত সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সিধলা ইউনিয়ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিভাগীয় কর্মশালা সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় বালিজুরী স্কুল মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
আহাম্মদ তায়েবুর রহমান বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান অনেক আগেই ৩১ দফা ঘোষণা করে রাষ্ট্র সংস্কারের কর্মসূচি ঘোষণা করেছেন। এই ৩১ দফা কর্মসূচির মধ্যেই সমস্ত কিছু আছে। আজকে আজকে সংস্কার সংস্কার করে এই অন্তবর্তীকালীন সরকার সময় ক্ষেপনের চেষ্টা করছেন। কিন্ত সেই সংস্কার দেশনায়ক তারেক রহমান বহু আগেই ঘোষণা করেছে’।
তিনি বলেন, যেগুলো যৌক্তিক সংস্কার আছে, সেই যৌক্তিক সংস্কারকে আমরা মনে করি এই অন্তবর্তীকালীন সরকার সেই সংস্কারগুলো করে অতি দ্রুত একটি নির্বাচন দিবেন। বিএনপি সবসময় প্রত্যাশা করে এবং ভাবে, মনে করে এবং বিশ্বাস করে যে গণতন্ত্রের মাধ্যমেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের অধিকারের মাধ্যমে, সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই নির্বাচন করতে চায়। এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হবে’।
সিধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দিনের সভাপতিত্বে ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদল নেতা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় গণসমাবেশে অতিথিদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মণ্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন বকুল, সাবেক পৌর কাউন্সিলর আতাউর রহমান আতা, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, ছাত্রনেতা রিপন সরকার প্রমুখ।