মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার
মেহেরপুরের গাংনীর কাথুলী ইউপি মেম্বর ও বিএনপি নেতা আজমাইন হোসেন টুটুলকে (৪২) গ্রেফতার করেছে যৌথবাহিনী।
রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে আ্জমাইন হোসেন টুটুলের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ সরকারি কৃষি পণ্য ও কম্বল।
আজমাইন হোসেন টুটুলকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
যৌথবাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন রওশন জানান, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারি মালামাল রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রানের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।
আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকাররি সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের সাপেক্ষে গাংনী থানায় হস্তান্তর
করা হয়।