চাঁপাইনবাবগঞ্জ শহরে পিঠা উৎসব
শীতকাল মানেই যেন মা-দাদীদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা আর সেই পিঠাগুলোর পেছনে ইতিহাসের গল্প শোনা। অথবা ধোঁয়া ওঠা গরম ভাপা পিঠা কিংবা চিতই পিঠার সঙ্গে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে পিঠা উৎসব পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সর্বসাধারণ ও পথ শিশুদের মাঝে পিঠা বিনিময় করে এই উৎসবের কার্যক্রম শেষ হয়। এই পিঠা উৎসবের আয়োজন করেছে রুট অফ লাইফ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আয়োজকরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে শীত অনুভূত হচ্ছে। আর শীতকাল মানেই পিঠা-পুলির আয়োজন। শীতের আমেজকে আরও বাড়িয়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠনটি পিঠা উৎসবের আয়োজন করেছে।
রুট অফ লাইফ’র প্রধান উপদেষ্টা ডা. মাহফুজ রায়হান বলেন, দেশের সংস্কৃতিকে ধারণ করে পথ এগিয়ে চলা আমাদের। তারই অংশ হিসেবে শীতের শুরুর দিকে পিঠা উৎসবের আয়োজন করা হয়। আমরা নিজেরাও এই পিঠা খাব। একই সঙ্গে হাসপাতাল ও এলাকার পথ শিশুদের মাঝেও পিঠাগুলো বিতরণ করা হবে।