সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৬৫) নামে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শামসুল হক শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে। 

বুধবার (৪ ডিসেম্বর)সকাল ৮টার দিকে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শামসুল হক প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন।তিনি কাজ শেষ করে বাইসাইকেল যোগে কারখানা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।এসময়ে ধলাগাছ  রংপুর - দিনাজপুর মহাসড়ক এলাকায় পৌঁছালে অপরদিক থেকে দ্রুত গতিতেমআসা একটি পিকাপ ভ্যান তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।এসময়ে স্থানীয়রা ছুটে এসে দেখেন তিনি ঘটনাস্থলে মারা গেছেন। 
এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন