সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৬৫) নামে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শামসুল হক শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে।
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় শামসুল হক (৬৫) নামে এক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। শামসুল হক শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে।
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে মানোয়ার মোল্যা (৩০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে ট্রাক ইজিবাইক সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মানোয়ার মোল্যা একই উপজেলার কাটাগড় গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি খুলনায় জাহাজে চাকরি করতেন।
পুলিশ জানায় বোয়ালমারী উপজেলার কাটাগড় গ্রামের জাহাজ কর্মী মানোয়ার মোল্যা (৩০) ও আহাদ মোল্লা (৩২) ইজিবাইক যোগে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক হয়ে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। তারা বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাঁহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী অজ্ঞাত ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি ছিটকে খাদে পড়ে যায়। এ সময় মারাত্মক আহত মানোয়ারকে পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বোয়ালমারী থানার ডহরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মধুসূদন পান্ডে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
'জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়,' এই প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা।
রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ কার্যালয়ের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।
মেলায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ২৭টি স্টল অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কৃত যন্ত্রপাতি ঘুরে দেখেন অতিথিরা।
এসময় জেলা প্রশাসক বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা নিজেদের আবিষ্কৃত উদ্বোবনী যন্ত্রপাতি তৈরি করে প্রদর্শন করেছেন। তাদের মেধা-বিকাশে দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলে আশা করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের আবিষ্কৃত এসব যন্ত্রপাতি কাজে লাগানো যায় কিনা, সেটা নিয়ে ভাবা হচ্ছে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাস, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সালেহ উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। এছাড়া মেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। মেলা চলবে সোমবার বিকেল পর্যন্ত।
নারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৫০ টন তেল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো. ইসমাইল বেপারি, মো. আমজাদ হোসেন তপু, মো. ফেরদৌস ফরাজী, মো. রিয়াজ হোসেন,মো. সুমন মিয়া, মো. ইউসুফ মিয়া, মো. অনিক মিয়া, এবং মো. রানা
গতকাল (১৮ জানুয়ারি) ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়।
এ সময় তেল লুটে ব্যবহৃত এম ভি ভূইয়া নামে একটি বাল্ক হেড, তেল আনলোড করার স্যালো মেশিন দুটি পাইপ, ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় বাহিনীর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই নৌ পথকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ডাকাত গ্রুপ সক্রিয় হয়ে উঠে। নৌ পথে ডাকাতি ,দস্যুতা রোধে নৌ পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চল একটি সংঘবদ্ধ ডাকাত দলকে প্রেফতার করতে সক্ষম হয়েছে।
ডিআইজি মিজান বলেন, গত ১০ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ সামিট গ্রুপের ঘাট থেকে ওটি বিন জামান -১ নামের ওয়েল ট্যাঙ্কার আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল নিয়ে গাজীপুর কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে যাত্রা করে।
জাহাজটি মুন্সীগঞ্জ সদর থানার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন শীতলক্ষা নদীর মোহনায় পৌঁছালে জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয় ও প্রাণনাশের হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় জাহাজটি থেকে প্রায় ৩৫০ টন তেল অন্য আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায়।
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ানের নির্দেশে এবং নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আলমগীর হোসেনের তৎপরতায় যমুনা নদীর সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার চর সলিমাবাদ ভূতের মোড় এলাকায় অভিযান চালিয়ে লুট করা তেল উদ্ধার করা হয়।
এ সময় তেল লুটে ব্যবহৃত জাহাজসহ অস্ত্র ও নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
নিরাপদ নৌপথ নিশ্চিত করণসহ নৌপথে যেকোন প্রয়োজনে নৌ পুলিশের সহযোগিতা গ্রহণের জন্য নৌ পুলিশের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
সীমান্ত সবসময় সুরক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না।
রোববার (১৯ জানুয়ারি) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আগের সরকার কিছুটা ছাড় দিতো, এখন অধিকার আদায়ে ছাড় দিচ্ছি না, তাই কিছু বিষয়ে ছোট খাটো সমস্যা দেখা দিচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ডিজি লেভেলের বৈঠক হবে সেখানে সমাধান হবে বলে আশা করছি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে যে বিরোধ চলছে সেটা দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমেই সমাধান হবে।’
সিভিল সার্ভিস বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চাকরি হারানোর ভয় না থাকায় সিভিল সার্ভিস কর্মীদের ক্ষেত্রে সেবায় অনীহা কাজ করে। এবং শৃঙ্খলা থাকলে ক্যাডারদের মধ্যে রাজনৈতিক লেজুড়বৃত্তি থাকতো না।’
দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, দুর্নীতি না কমলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব না। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর আমার আত্মীয় স্বজন বেড়ে গেছে। আমাদের পরিচয় দিয়ে কেউ সুবিধা নিতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা দুর্নীতি করলে সেটারও সঠিক তথ্য প্রকাশ করুন।’
এ সময় জুলাই আন্দোলনে আহতদের কর্মসংস্থান করার বিষয়েও গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।